গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সেকশন ২, মিরপুর, ঢাকা ১২১৬

কোভিড-১৯ মােকাবেলায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ভিজিল্যান্স টিমের ১২/০৮/২০২০ তারিখের সভায়
গৃহীত অনুসরণীয় নির্দেশনাসমূহ

১. প্রতেক কর্মকর্তা-কর্মচারী পরিবহন ও দপ্তরে সার্বক্ষণিক মাস্ক ব্যবহার করুন।
২. শারীরিক তাপ মাপার যন্ত্র (Tistiro gun) দ্বারা আপনার শরীরের তাপমাত্রা পরীক্ষা করুন।
৩. নিজের মধ্যে কোতি:১৯ এর কোন লক্ষণ পরিলক্ষিত হলে তাৎক্ষণিক কর্তৃপক্ষকে অবহিত করুন এবং কর্তৃপক্ষের নির্দেশনা যথাযথভাবে মেনে চলুন।
৪. জীবাণুনাশক স্প্রে দ্বারা অফিসের নৱজা ও আলমির হ্যান্ডেল, হাতল, লক; চেয়ার, টেবিল, বৈদ্যুতিক সুইচ, ইত্যাদি পরিষ্কার রাখুন।
৫. বাহির হতে সরবরাহকৃত প্যাকেটের নাস্তা/খাবার যতমূর সম্ভব পরিহার করুন।
৬. নিজের ব্যবহৃত জিনিসপত্র (প্লেট, গ্লাস, কাপ ইত্যাদি) নিজে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন।
৭, অফিনে কাজ করার সময় ন্যূনতম তিন ফুট শারীৱিক দূরত্ব বজায় রাখুন।
৮, নির্দিষ্ট সময় পর পর সাবান/হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে হাত পরিষ্কার কুন।
৯, দাপ্তবিক কার্য সম্পাদনে সহকর্মী/সহকর্মীদের সাথে নিরাপদ দূরত্ব বজায় রাখুন।
১০. নিজ নিজ কক্ষ শরিষ্কার-পরিখ রাখুন এবং সংশিষ্ট ভবনে নিয়ােজিত পরিচ্ছন্নতাকর্মী প্রয়ােজনীয় সহয়তা প্রদান করুন।
১১, একান্ত প্রয়ােজন না হলে নাের রুমে যাওয়া থেকে বিরত থাকুন।
১২. কোন বুনেই একসঙ্গে চারজনের বেশি প্রবেশ বা অবস্থান করা থেকে বিরত থাকুন।
১৩, দর্শনার্থী সীমিত করুন এবং তাদের সাথে সাক্ষাতে নির্দিষ্ট দূরুত্ব বজায় রাখুন।
১৪. কেউ খাবার বা নামাজরত থাকলে এ কক্ষে প্রবেশ করা থেকে বিরত থাকুন।
১৫. যথাসৰ লিফট ব্যবহার না করে পিজি ব্যবহার করুন। একান্ত প্রয়োজনে একসঙ্গে এনখিক, চার জন লিফট ব্যবহার করুন।
১৬, লিফটে মুখােমুখি দাঁড়াবেন না। দেওয়ালের দিকে মুখ করে শীকান।
১৭. লিফটের বাটনে চাপ দেওয়ার সময় খুব ভালাে হয় যদি অ্যালকোহল প্যাড বা টিস্যু ব্যবহার করেন। সেগুলাে হাতের কাছে না থাকলে হয়তের
উল্টো পিঠ দিয়ে অল্প কনুই দিয়ে বাটনে চাশ দিন।
১৮. লিফট থেকে নেমে হাত পরিষ্কার করে নিন। ৰাজত অ্যালকোহল প্যাক কিংবা টিস্যু নিশি জায়গায় ফেলুন;
১৯, লিফটের ভেতৰ যতটা সৰ চিকানি দেয়া থেকে বিরত থাকুন। একান্তই প্রয়ােজন হলে তুমাল বা টিস্যুতে মুখ ঢেকে হাঁচি-কাশি দিন। ৰেহৃত | রুমালটি জীবাণুমুক্ত করে ধুয়ে ফেলুন এবং ৰাৰহৃত টিটি ঢাকনাযুক্ত ডাস্টবিনে ফেলুন।
২০. ই-নথি ব্যবহার করুন।
২১. হাওঁফাইল স্বাক্ষরের ক্ষেত্রে ফাইল বহনকারী নির্ধারিত সামাজিক দূৰত্ব বজায় রাখুন।
২২. হার্ড ফাইলকাগজপত্রাদি স্পর্শ করার পর হাওয়াখসানাম পানি দিয়ে ভালভাবে হাত ধুয়ে ফেলুন।
২৩, করোনা ভাইরাস (কোভি-১৯) মােকাবেলায় সরকারের এবং বিশেষগণের পরামর্শ বাসা ও অফিসে প্রতিপালন করুন।
২৪, স্বাস্থ্য বিধি নিতে মেনে চলুন এবং অনাকে মেনে চলতে উৎসাহিত করুন।