জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের লক্ষ্যে বিদ্যালয়ের শিক্ষকগণের
আত্ম জিজ্ঞাসা মূলক বানী
০১। আমি কি আজ ক্লাস শুরুর পূর্বে ছাত্র/ছাত্রীদের সমবেত করে জাতীয় সংগীত পরিবেশনে কার্যক্রম গ্রহন করেছি?
০২। জাতীয় সংগীতের মাধ্যমে কি আজ জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল?
০৩। আমি কি সময়মত বিদ্যালয়ে পৌঁছেছি এবং নির্ধারিত সময়ের পূর্বে বিদ্যালয় ত্যাগ করেনি তো?
০৪। আজকের পাঠদানের জন্য আমি প্রস্তুত অর্থ্যাৎ পাঠটিকা/পাঠনোট ও পাঠ সংশ্লিষ্ট উপকরণ প্রস্তুত/সংগ্রহ করেছি?
০৫। আমি যথাসময়ে শ্রেণিকক্ষে গমন ও শ্রেণিকক্ষ হতে প্রস্থান করেছি?
০৬। আমি কি প্রতিটি পিরিয়ডে পাঠটিকার আলোকে বিজ্ঞান সম্মত ও আনন্দদায়ক পাঠদান করেছি?
০৭। পিছিয়ে পড়া ও প্রতিবন্ধী শিশুদের জন্য আমি কি বিশেষ ব্যবস্থা গ্রহন করেছি?
০৮। আমি কি শ্রেণিকক্ষে পাঠদানের সময় মোবাইল ফোন বন্ধ বা সাইলেন্ট রেখেছি বা করেছি?
০৯। আমার শ্রেণিকক্ষ কি পরিষ্কার পরিচ্ছন্ন ও শিশুদের জন্য আকর্ষনীয় ছিল?
১০। শিক্ষার্থীদেও জন্য পোষাক/স্কুল ইউনিফর্ম কি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল?
১১। শ্রেণির সকল শিক্ষার্থীর ব্যাক্তিগতভাবে কি পরষ্কিার পরিচ্ছন্ন ছিল?
১২। গতদিনের অনুপস্থিত শিক্ষার্থীদের আগামীতে উপস্থিত থাকার জন্য প্রস্তুতি মূলক পদক্ষেপ গ্রহন করেছি কি?
১৩। আমি কি নিশ্চিত যে, আমার আজকের পাঠদান সফল হয়েছি?
১৪। আমি কি আজ বিদ্যালয়ের অন্যান্য সকল দায়িত্ব যথাসময়ে পালন করেছি?