গাইদঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
সচিব স্যারের ৯ দফা নির্দেশনা

১.১। ভাষাজ্ঞান বৃদ্ধির জন্য নিয়মিত পাঠাভ্যাস অত্যন্ত জরুরি। প্রতিদিন বাংলা ও ইংরেজি বই থেকে একটি প্যারা/পৃষ্ঠা পঠনের (জবধফরহম)
জন্য বাড়ির কাজ (ঐড়সবড়িৎশ) দিতে হবে।
১.২। প্রতিদিন এক পৃষ্ঠা হাতের লেখা বাড়ি থেকে লিখে আনার জন্য বাড়ির কাজ (ঐড়সবড়িৎশ) দিতে হবে।
১.৩। ক্লাসে প্রথমেই সংশ্লিষ্ট শ্রেণি শিক্ষক সকল শিক্ষার্থীকে আবশ্যিকভাবে পঠন (জবধফরহম) করাবেন।
১.৪। শিক্ষকগণ নিজেরা শিশুদের সাথে উচ্চারণ করে পাঠদান করবেন। এতে শিক্ষার্থীদের উচ্চারণ জড়তা দূর হবে এবং প্রমিত উচ্চারণ শৈলীর সৃষ্টি হবে।
১.৫। শিক্ষার্থীদের মধ্যে উচ্চারণ প্রতিযোগিতার মাধ্যমে মনোবল বৃদ্ধির প্রয়োজনীয় উদ্যেগ নিতে হবে।
১.৬। বুক কর্ণার ও এসআরএম-এর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।
১.৭। প্রতিদিন প্রতি শিক্ষার্থীকে নূন্যতম একটি বাংলা ও একটি ইংরেজি শব্দ পড়া, বলা ও লেখা শেখাতে হবে। এর ফলে শিক্ষার্থীদের ভাষার ভান্ডার বৃদ্ধি হবে এবং এতে শিশুরা বাংলা ও ইংরেজি ভাষায় কথা বলতে ও লিখতে পারবে।
১.৮। উপজেলা শিক্ষা অফিসারগণ এ সংক্রান্ত প্রতিবেদন ও তথ্য-উপাত্ত সংরক্ষণ করবেন।
১.৯। সহকারী উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, ইনস্ট্রাক্টর, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিভাগীয় উপ-পরিচালকগণ তাদের পরিদর্শন প্রতিবেদনে শিক্ষকদের বাংলা ও ইংরেজি বিষয়ে শিশুদের পাঠাভ্যাস সংক্রান্ত এই নির্দেশনা প্রতিপালন করবেন।